ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ ইস্কান্দারের অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।  

সাঈদ এস্কান্দার অসুস্থ, তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় রোববার তার পক্ষে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।



ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এএফএম আমিনুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে আগামি ২৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য পুনরায় দিন ধার্য্য করেন।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০১০ সালের ২৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বেনজীর আহমেদ রমনা থানায় এই মামলা দায়ের করে।  

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুদক সাঈদ এস্কান্দারকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজর ৬০২ টাকার সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।