ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পঞ্চদশ সংশোধনী নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করা হচ্ছে: সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১
পঞ্চদশ সংশোধনী নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করা হচ্ছে: সুরঞ্জিত

ঢাকা: সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন আইন ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করা হচ্ছে।

সংবিধান পুনর্মুদ্রিত হলে মিডিয়ার সামনে নিয়ে আসা হবে। সেখানে সব প্রশ্নের জবাব দেওয়া হবে। ’

বেগম ফজিলুতু নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ‘সংবিধানের অবমাননা, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিরোধীদলের প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনার আয়োজন করে।

সুরঞ্জিত সেন আরও বলেন, ‘খালেদা জিয়া যদি বুঝেশুনে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বক্তব্য দিয়ে থাকেন, তবে তিনি সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কারণ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মানে দেশের স্বাধীনতা ও জাতীয় পতাকা ছুঁড়ে ফেলে দেওয়া। এ দুটি ছুঁড়ে ফেলে দিলে অবশিষ্ট থাকে পাকিস্তান। ’

তিনি বিরোধীদলীয় নেত্রীকে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তিনি বলতে পারেন ক্ষমতায় গিয়ে ষষ্ঠদশ সংশোধনী আনা হবে। ’

হাইকোর্টের ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, ‘এটা আইনের শাসনকে অপমান করা। আদালতকে আদালতের মতো চলতে দিতে হবে। মন্ত্রীরা ঘন ঘন বিদেশে গেলেও বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করায় মানুষ ক্রমেই অধৈর্য হচ্ছে। ’

তিনি দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রীর বাজারে না যাওয়া ও কম খাওয়ার পরামর্শকে দলের জন্য বিব্রতকর উল্লেখ করে বলেন, ‘দায়িত্বশলি ব্যক্তিদের সংযমী ও দায়িত্বশীল কথা বলার আহ্বান জানাই। ’

তিনি বলেন, ‘চারদলীর জোটের মন্ত্রীদের মতো মহাজোটের মন্ত্রীরাও বাগাড়ম্বর করছেন। ’

সুরঞ্জিত বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর জন্য নতুন কোনো অর্থনৈতিক তত্ত্ব দরকার নেই। টিসিবিকে শক্তিশালী করে প্রাইভেট সেক্টরের সঙ্গে পাবিলক সেক্টরকে প্রতিযোগিতায় নামানো হলে এমনিতেই দাম কমবে। ’

অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন খসড়া নীতিমালা প্রণয়ন করেছে, সেখানে সব দল অংশ নিলেও বিএনপি অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের জন্য যেমন স্বাধীনতা থেমে থাকেনি, এটাও থেমে থাকবে না। ’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরি সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় নাট্যকার ড. এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কৃষক লীগ নেতা এমএ করিম, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।

 বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।