ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের ইফতারে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইফতার করলেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেন।



বিকেল ঠিক ৬টা ২৫ মিনিটে ইফতার মাহফিলের মূল মঞ্চে আসেন খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এ সময় উভয় পক্ষের মধ্যে কুশল বিনিময় হয়।

গ্রেপ্তার হওয়া শীর্ষ জামায়াত নেতাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে মকবুল আহমাদ বলেন, ‘দীর্ঘ ১৩ মাস যাবৎ জামায়াতের আমীরসহ শীর্ষ পাঁচ নেতাকে আটক রাখা হয়েছে। দেশের অবস্থা এখন খুব খারাপ। সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসে ছেয়ে গেছে দেশ। এ অবস্থা থেকে একমাত্র পরিত্রাণ দিতে পারে আল কোরআন। ’

মোনাজাত পরিচালনা করেন জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান। তিনি খালেদা জিয়ার হায়াতে তোয়েবা প্রার্থনা করেন পরম করুনাময়ের কাছে।

জামায়াত আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মীর নাছির উদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, প্রচার বিভাগের সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি প্রমুখ।

জামায়াত আয়োজিত এ ইফতার মাহফিলে চারদলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, খেলাফাত মজলিসের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামী, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী প্রমুখ অংশ নেন।

সমমনা রাজনৈতিক দলের মধ্যে লেবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহম্মেদ বীর বিক্রম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি শেখ শওকত হোসেন নীলু, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।