ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

‘আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
‘আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে’ মোহাম্মদ নাসিম

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘২০১৯ সালের আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে। সেই নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। এ লক্ষ্য নিয়ে সবাই কাজ করবেন’।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় শ্রমিকদের ওপর গুলি চালানো হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছেন। এজন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে’।

‘শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সে কারণে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা বিজয়ী হবো। সেই লক্ষ্য নিয়ে আপনাদের উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। ওই নির্বাচনে বিএনপি বিলীন হয়ে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না’।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, আব্দুস সালাম খান, হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

১৯৭৯ সালের ১৩ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬

এসকে/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।