ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আদালতকে রাজপথ বানাবেন না: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১
আদালতকে রাজপথ বানাবেন না: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, ‘আদালতকে রাজপথ বানাবেন না। ’

শুক্রবার দুপুরে ধানমণ্ডি ৩২ নং সুধা সদনের সামনে শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আদালতে অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘যারা আদালতকে সম্মান করেন না, তারা নিজেদেরকেও সম্মান করেন না। আদালতের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সবার দায়িত্ব। ’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উবায়দুল মোক্তাদির এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ কামাল ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। কিন্তু অপপ্রচার চালিয়ে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। আমাদের দেশে চরিত্র হননের রাজনীতি কবে শেষ হবে তা আমি জানি না। ’

জনদুর্ভোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে যারা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকারি দায়িত্বশীল পদে বসে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।