ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার ইফতারে যায়নি আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১
খালেদার ইফতারে যায়নি আওয়ামী লীগ

ঢাকা: রাজনীতিকদের সম্মানে আয়োজিত বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিলে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি যাননি।

তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ খালেদার ইফতারে শরিক হয়েছিলেন।



বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বহুল আলোচিত এ ইফতার মাহফিলে চারদলীয় জোট ও মহাজোটের বাইরে থাকা বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম শরিক হন।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমীর মাওলানা মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাধারণ সম্পাদক শামিম আল মামুন, ইসলামী ঐক্যজোট (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলাম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুতফর রহমান, খেলাফত আন্দোলনের আমীর শাহ আহমাদুল্লাহ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা জাফরুল্লাহ খান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রাহমান গানি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইফতার মাহফিলে শরিক হন।

এ সব নেতারা বলেন, ‘ইফতার মাহফিল একটি সামাজিক অনুষ্ঠান। সামাজিকতা রক্ষার জন্যই এখানে এসেছি। কোনো রাজনৈতিক ঐক্য গড়তে নয়। ’

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, এডভোকেট আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, মঞ্জুর মোরশে খান, আব্দুল আউয়াল মিন্টু, মীর মো. নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুরুল ইসলাম প্রমুখ ইফতার মাহফিলে শরিক হন।

উল্লেখ পবিত্র মাহে রমজান শুরুর আগেই রাজনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানান খালেদা জিয়া।

এর একদিন পরই খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় ২১৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad