ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

নিউইয়র্ক: লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র যুবদল।

বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র যুবদলের নেতরা বলেন, দবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতা-কর্মী ও সাংবাদিকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের হামলা বর্বরোচিত।

এ নারকীয় ও বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। ’

বিবৃতিতে নেতারা এ বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, আশরাফ উদ্দিন ঠাকুর, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, তাজুল ইসলাম খান, মনসুর আলী, আহবাব হোসেন চৌধুরী, আতিকুল হক আহাদ, মাহবুবুর রহমান, রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান, আবুল কাশেম, শামীম মাহমুদ, ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল ইসলাম, কয়েস আহমদ চৌধুরী, হেলালুর রহমান, রেজাউল আজাদ ভূঁইয়া, এমদাদ তরফদার, মেহবুব খান, মোহাম্মদ মাইনুদ্দীন, শফিকুর রহমান, জীবন শফি, কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ারুল হক, বিলাল আহমদ চৌধুরী, মো. বোরহান উদ্দিন, জন রাটা, জাফর তালুকদার প্রমুখ।

অপর এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।