ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পলাশবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১
পলাশবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলা সদরে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।



সংঘর্ষে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানসহ দুইগ্রুপের অন্তত ১৫ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময়ে রংপুর-বগুডা মহাসড়কে শতশত গাড়ী আটকা পড়ে। উভয় গ্রুপের কর্মীরা বেশকিছু গাড়ী ভাংচুর করেন।

গাইবান্ধা জেলার পুলিশ সুপার (এসপি) বাসুদেব বণিক বাংলানিউজকে জানান, গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

যুবলীগের পক্ষে বিপ্লব আর ছাত্রলীগের পক্ষে শাহজাহান সংঘর্ষে নিজ নিজ গ্রুপের নেতৃত্ব দেন।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।