ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির একাংশের মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১

নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার প্রতিবাদে বুধবার নারায়ণগঞ্জ শহর বিএনপির একাংশের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

দুপুর ১২টায় শহরের মিশনপাড়ায় হোঁসিয়ারি সমিতি মিলনায়তন থেকে বের হওয়া মিছিলটি নবাব সলিমুল্লাহ সড়ক দিয়ে চাষাঢ়ার দিকে যাওয়ার সময় মিশনপাড়া মোড়ে আটকে দেয় পুলিশ।

এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পরে পুলিশের বাধার মুখে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বাংলানিউজকে জানান, রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করায় পুলিশ তাদের বারণ করে।

এদিকে, মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সমাবেশে শহর (পৌর) বিএনপির একাংশের সহ-সভাপতি গুলজার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, মাসুকুল ইসলাম রাজীব, আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, মহিলা দল নেত্রী রহিমা শরীফ মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।