bangla news

বগুড়ায় অসুস্থ মেয়রের খোঁজ নিলেন জেলা আ’লীগ সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৯-১৭ ৮:২৪:১১ এএম

বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত অসুস্থ মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে হাসপাতালে দেখতে গেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

বগুড়া: বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত অসুস্থ মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে হাসপাতালে দেখতে গেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) সিসিইউ-তে চিকিৎসাধীন মেয়র নান্নুকে দেখতে যান আওয়ামী লীগের এ নেতা।
 
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন- মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম আহসান হাবীব, উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ।

জাহাঙ্গীর আলম নান্নু হৃদরোগে আক্রান্ত হয়ে শজিমেকের সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-09-17 08:24:11