ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

জিয়ার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিহিংসার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
জিয়ার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিহিংসার ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিহিংসার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করতে চাইছে সরকার। তবে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। সরাসরি যুদ্ধ করেছেন। তার খেতাব প্রত্যাহারের চিন্তা করা প্রতিহিংসা ও হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। এই সিদ্ধান্ত থেকে সরে আসার জোর আহ্বান জানাচ্ছি।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সংগঠন নেতা আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।