ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আয়-ব্যয়ের হিসাব দিল আ. লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
আয়-ব্যয়ের হিসাব দিল আ. লীগ

ঢাকা: নির্বাচন কমিশনের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার বেলা সোয়া ১২টায় নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আতিকের কাছে দলের ২০১০ সালের হিসাব জমা দেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।



পরে মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন ২০১০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে চিঠি দেয়। সে হিসেবে আজ ৩১ জুলাই আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। ’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দলের আয়-ব্যায়ের হিসেব জমা দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।