ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিলেটে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

সিলেট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

সিলেট: সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ২ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। গুরুতর আহত দু’জন হলেন বিলাল ও মাহমুদ।


জানা যায়,  শনিবার রাত সাড়ে ৯ টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ছাত্রদলের সাগরদিঘিরপাড় ও কাজলসা এলাকার ছাত্রদলের শামীম ও কালানাহিদ গ্রুপের মধ্যে থেমে থেমে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পুলিশ জানায়, বিক্ষিপ্ত ভাবে সংঘর্ষ চলায় এর সাথে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে।   রাত ১ টা পর্যন্ত কেউ কোনো মামলাও দায়ের করে নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, সন্ধ্যা থেকে  সাগরদিঘিরপাড় ও কাজলসা এলাকার দুটি গ্রুপ দেশিীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ৫-৬ রাউন্ড গুলির আওয়াজও শুনেছেন এলাকাবাসী।

কোতয়ালী পুলিশের এ এস আই অশীত বাংলানিউজকে রাত সাড়ে ১২ টায় জানান, রাতে পুলিশ অভিযানে বের হয়েছে। বিশৃংখলাকারী ছাত্রদল ক্যাডারদের গ্রেফতার করা হবে।


বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।