ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রোববার ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেবে আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
রোববার ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেবে আ.লীগ

ঢাকা: নির্বাচন কমিশনের কাছে রোববার দলের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সকাল ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে এ হিসাব জমা দেওয়া হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ।



গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দল প্রতি বছর তাদের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে থাকে।

রোববার রাজনৈতিক দলগুলোর ২০১০-১১ অর্থ বছরের আয়-ব্যায়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন।

এরই অংশ হিসেবে আওয়ামী লীগ তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘যথাযথভাবে পরীক্ষা করে দলের আয়-ব্যায়ের হিসাব তৈরি করা হয়েছে। রোববার জমা দেওয়া হবে। ’

উল্লেখ্য, নিবন্ধিত ৩৮ রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন কমিশনে এ বছর উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দল এখনো তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি।

গত বৃহস্পতিবার জামায়াত তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

আরপিও অনুযায়ী, পর পর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিল করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।