ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার বাসার গ্যাস লাইনে বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।



শনিবার ভোর সাড়ের ছ’টার দিকে গুলশান ২ নম্বর সার্কেলের ৭৯ নম্বরে রোডের ১ নম্বর হোল্ডিংয়ে বিরোধী দলীয় নেতার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

এরপর সকাল ন’টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা আগুন জ্বলে তার বাসার গ্যাস লাইনে।

প্রথমে তার বাসার কর্মচারীরা ও পরে তিতাস গ্যাস কোম্পানির এক্সপার্টরা গিয়ে আগুন নেভান এবং গ্যাস লাইন মেরামত করেন।

তবে এ দুর্ঘটনার খবরও দিনভর গোপন রাখে বিএনপি।

রাতে ধানমণ্ডির ৫ নম্বর রোডের ৪০ নম্বর হোল্ডিংয়ে তারেক রহমানের শ্বশুর নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ২৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান এ খবর দেন।

তিনি জানান, বিস্ফোরণ ঘটে গ্যাসের মূল লাইন ও বাসার লাইনের সংযোগ পয়েন্টের কাছে। এতে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।