ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সামরিক গোয়েন্দা সংস্থা আ. লীগকে ক্ষমতায় বসিয়েছে!’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
‘সামরিক গোয়েন্দা সংস্থা আ. লীগকে ক্ষমতায় বসিয়েছে!’

ঢাকা: ‘সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বলে’ সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে লালবাগ বালুর মাঠে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



মির্জা ফখরুলের এ বক্তব্য মূলত শুক্রবার ময়মনসিংহের এক জনসভায় দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বিষয়ক বক্তব্যের জবাব।

ওই জনসভায় সৈয়দ আশরাফ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। এর আগে তিনটি নির্বাচন সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে হয়েছে। ’

সৈয়দ আশরাফের ওই বক্তব্যের সূত্র ধরে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাকে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কি সৈয়দ আশরাফের এ বক্তব্য গ্রহণ করেন। যদি না করেন তাহলে বিবৃতিতে জানিয়ে দেন। তা না করলে বুঝবো এটা আপনাদেরই বক্তব্য। ’

আর সৈয়দ আশরাফের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনার এ বক্তব্য ঠিক হলে ২০০৮ সালের নির্বাচনে আপনারা ভোটে নির্বাচিত হননি। সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা আপনাদের ক্ষমতায় এনেছে। ’

দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তাকের রহমানের নামে ঠোকা মামলা প্রত্যাহার ও সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নি:র্শত মুক্তির দাবিতে চকবাজার লালবাগ, হাজারীবাগ, কোতয়ালী ও বংশাল থানা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে
সভাপতিত্ব করেন চকবাজার থানা বিএনপির আহবায়ক আজিজ উল্লাহ আজিজ।

বক্তৃতা করেন- বিএনপির য্গ্মু-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাছিমা আক্তার কল্পনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।