ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুসলমানদের ওপর নির্যাতন চলছে: এরশাদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
মুসলমানদের ওপর নির্যাতন চলছে: এরশাদ

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে মুসলমানদের ওপর হয়রানি ও নির্যাতন চলছে। এ কারণে ওলামারা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন।



শনিবার দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে রংপুর জেলা জাতীয় ওলামা পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘ওলামারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেননা সমাজ ভালো থাকলে দেশ ও জাতি ভালো থাকবে। ’

জাতীয় ওলামা পার্টির রংপুর জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আনিসুল হক ও সদস্য সচিব মাওলানা কেএম হাসান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, মশিউর রহমান রাঙ্গা, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।