ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

‘শেখ হাসিনা মাদার তেরেসার মতো মমতাময়ী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
‘শেখ হাসিনা মাদার তেরেসার মতো মমতাময়ী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার তেরেসার মতো মমতাময়ী বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সামাজিক সংস্থা আয়োজিত আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, বর্তমান যুগে কাকে অনুসরণ করবো? বঙ্গবন্ধুর কন্য মমতাময়ী শেখ হাসিনাকে অনুসরণ করা যায়। শেখ হাসিনা মাদার তেরেসার মতো মমতাময়ী। মাদার তেরেসা যেভাবে যুদ্ধ শিশু আর আহতদের জড়িয় ধরতেন, সেবা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমন।

‘আমরা তো পোড়া রোগীদের কাছে যেতাম না, দূরে থাকতাম। কিন্তু শেখ হাসিনা কাপড় পেঁচিয়ে মমতার আদরে পোড়া রোগীদের জড়িয়ে ধরেছেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনার মধ্যে মাদার তেরেসার ছায়া দেখতে পাই,’ যোগ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সাবেক সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, আওয়ামী লীগ নেতা আবদুল হাই কানু, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক আতা উল্যাহ খান, সংগঠনের দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আরইউ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।