ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভারতের কাছে সরকার জিম্মি হয়ে আছে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
ভারতের কাছে সরকার জিম্মি হয়ে আছে: ফখরুল

ঢাকা: ভারতের কাছে সরকার জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানবাধিকার কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।



মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে ও হবার কথা রয়েছে সেই চুক্তি সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। আমরা জানি না। জনগণও কিছু জানে না। ’

সরকার ভারতের কাছে জিম্মি হয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘গঙ্গার ও তিস্তার পানি চুক্তি, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি দূর, সমুদ্র সীমা চিহ্নিত, তিন বিঘা করিডোর ফিরে পাওয়াসহ আমাদের যে সমস্যা আছে তার কোনোটিরই সুরাহা হচ্ছে না। আমরা কেবল ভারতকে দিয়ে যাচ্ছি। বিনিময় পাচ্ছি না কিছুই। ’

দেশের তরুণদের মধ্যে প্রতিবাদের ভাষা নেই বলেই আন্দোলন সংগ্রাম জমে উঠছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে ভারত যখন আমাদের জমি নিয়ে যায়, সীমান্তের তারকাঁটায় ঝুলে থাকে আমার বোনের লাশ, পাখির মতো গুলি করে হত্যা করা হয় নিরীহ বাংলাদেশিদের, টিপাইমুখ বাঁধ নির্মাণ করে আমার দেশের উত্তর-পূর্বাংশ মরুভূমি বানানোর পাঁয়তারা চলে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে থেকে কোনও প্রতিবাদ লক্ষ্য করি না। এখানেই আমাদের ভয়, এখানেই আমাদের উদ্বেগ। ’

আন্দোলন সংগ্রামের জন্য ধৈর্য ধরার ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় কোনও কিছু একদিনে হয় না। ধৈর্য ধরতে হয়। ’

তিনি বলেন, ‘১৯৮২ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ সাত্তারের কাছ থেকে জোর করে ক্ষমতা কেড়ে নিলে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। এরপর টানা ৯ বছর সংগ্রাম করে ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসেন তিনি। সুতরাং তার ওপর আস্থা রাখতে হবে। তার অবদান খাটো করার সুযোগ নেই। ’

বর্তমান সরকারবিরোধী জনমতকে সংগঠিত করে খালেদা জিয়া ধীরে ধীরে এগুচ্ছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, এডভোকেট  তাজুল ইসলাম প্রমুখ।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।