ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

বগুড়ায় যুবলীগের শোকসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বগুড়ায় যুবলীগের শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা করেছে যুবলীগ।

 

শনিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের সাতমাথা এলাকায় জেলা যুবলীগের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।

আব্দুল মান্নান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতি রুখে দিতেই জঙ্গিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

দেশবিরোধী এ কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবলীগের নেতা-কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।

জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বুলবুল, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, প্রভাষক আব্দুর রাজ্জাক, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।