[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

বিএনপির কমিটি থেকে অব্যাহতি চেয়ে শামীমের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-০৬ ১:১৩:৩৯ পিএম

কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটি অব্যাহতি চেয়েছেন বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান। শনিবার ( আগস্ট ০৬) কমিটি ঘোষণার পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এর আগের কমিটিতেও আমি সহ-দপ্তর সম্পাদক ছিলাম।

ঢাকা: কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটি অব্যাহতি চেয়েছেন বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান।

শনিবার ( আগস্ট ০৬) কমিটি ঘোষণার পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এর আগের কমিটিতেও আমি সহ-দপ্তর সম্পাদক ছিলাম। এখন আমাকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। তাই কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছি।

সূত্রমতে, শামীমুর রহমান শামীমকে তিন নম্বর সহ-প্রচার সম্পাদক করায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। ১ নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে। এই আমিরুল ইসলাম শামীমুর রহমান শামীমের অনেক জুনিয়র বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এজেড/আরআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db