ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার গণতন্ত্র ও আইনের শাসনকে ভূলুণ্ঠিত করেছে: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

ঢাকা: দলের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার গণতন্ত্র ও আইনের শাসনকে ভূলুন্ঠিত করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম স্বাক্ষরিত এক বিবৃতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ অভিযোগ করেন।



বুধবার সকাল ৭টায় মহানগর জামায়াতের পুরানা পল্টন কার্যালয় থেকে সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ওই কার্যালয়ে নেতারা সাংগঠনিক সভা করছিলেন দাবি করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘পবিত্র রমজানের প্রাক্কালে জামায়াত নেতাদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার চরম জুলুম ও মানবাধিকার লংঘন। ’

কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে এ ধরনের অন্যায় ও অমানবিক আচরণ কল্পনা করা যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর কার্যালয় তল্লাশির পেছনে সরকারের অশুভ উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে। ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করতেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল।

বিবৃতিতে রমজানের আগেই নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন এবং নেতাদের রোযা পালনের সুযোগ দিন। ’

বাংলাদেশ সময় ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।