ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

চট্টগ্রাম: বিদ্যুৎ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠন। বুধবার বিকেলে নগরীর নাসিরাবাদ এলাকায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।



কর্মসূচি পালনকারী ওই সংগঠনের নাম- সচেতন হকার্স, শ্রমজীবী, চালক, ছিন্নমূল, বাস্তুহারা ঐক্য পরিষদ। চট্টগ্রাম মহানগর বাস্তুহারা লীগের নেতা-কর্মীরা মিলে নতুন এ সংগঠন গড়ে তুলেছেন বলে জানিয়েছেন ওই সংগঠনের সভাপতি গাজী মো. সাদেকুর রহমান।

কর্র্মসূচি চলার সময় আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট মতায় থাকার সময় তারেক রহমান হাওয়া ভবনে বসে বিদ্যুতের খুঁটি স্থাপনের নামে ২০ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তার দুর্নীতির জন্য বিএনপি-জামায়াতের পাঁচ বছরে এক মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ উৎপাদন হয়নি যার খেসারত এখন চরম দুর্ভোগের মধ্য দিয়ে দেশবাসীকে দিতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের দুর্নীতি ঢাকতে বিএনপি এখন বিদ্যুৎ সঙ্কটের দায়ভার বর্তমান সরকারের ওপর চাপাতে চাইছে।

সমাবেশ শেষে তারেক রহমানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

নগরীর ব্যস্ততম জিইসি মোড় ও ষোলশহরের মাঝমাঝিতে নাছিরাবাদে সড়কের ওপর প্রায় দু’ ঘণ্টা ধরে এ কর্মসূচি পালনের সময় আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
   
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।