ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

কূটনীতিকদের ব্রিফ করলো বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
কূটনীতিকদের ব্রিফ করলো বিএনপি

ঢাকা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান সম্পর্কে কূটনীতিকদের ব্রিফ করেছে বিএনপি।  
 
বুধবার (২৭ জুলাই) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


 
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি, নরওয়ে, ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান ও নেপালের কূটনীতিকরা।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।  
কূটনীতিকদেরকে ব্রিফিং শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বিশ্ববাসী বাংলাদেশে জাতীয় ঐক্য দেখতে চায়। কিন্তু সরকার জাতীয় ঐক্যে ভয় পায়। সেই জন্য সরকারের মন্ত্রী-এমপিরা উল্টা-পাল্টা কথা বলে।
 
ব্রিফিংয়ের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে টেলিফোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, দেশের সবশেষ পরিস্থিতি ও বিএনপির ‍অবস্থান সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের অবহিত করেছেন। এটা তেমন কিছুই নয়। নিয়মিতই এমনটি করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।