bangla news

তালা ঝুলিয়ে ধর্মঘটে ব্যর্থ ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৭-২৪ ১১:০৫:৩৪ এএম

ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েও ধর্মঘট পালন করতে পারেনি ছাত্রদল নেতাকর্মীরা।  

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েও ধর্মঘট পালন করতে পারেনি ছাত্রদল নেতাকর্মীরা।  

 

রোববার (২৪ জুলাই) সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ধর্মঘটে ব্যর্থ হয়।

বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন কলেজে ধর্মঘট পালনের চেষ্টা করেন। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

তবে নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন বাংলানিউজকে বলেন, কলেজের পদার্থ বিজ্ঞান ভবনে নিরাপত্তার জন্য আমাদেরই ঝুলানো তালায় কে বা কারা সুপার গ্লু লাগিয়ে দিয়েছিল।

পরবর্তীতে সেই তালা ভাঙা হয়। কলেজের সব বিভাগেই যথা নিয়মে ক্লাস হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময় ২১০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমএএএম/জিসিপি/বিএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-07-24 11:05:34