bangla news

ময়মনসিংহে তারেকের সাজার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৭-২১ ১২:০৬:৩৩ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

দুর্নীতির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল।

ময়মনসিংহ: দুর্নীতির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নগরীর গঙ্গাদাস রোড এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন (এফসিএ)।

এর আগে জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা কামরুলসহ দলীয় নেতা-কর্মীরা।

এদিকে, নগরীর গোলকীবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রনেতা শামসুল ইসলাম রাসেলের সমর্থকরা। এতে নেতৃত্ব দেন আনন্দ মোহন কলেজের ছাত্রদল নেতা রাকিব হোসেন।

নগরীর চরপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রনেতা আমীন, ডুনন ও জনির নেতৃত্বে ছাত্রদলের একাংশ।

কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সভাপতি সুজাউদ্দৌল্লাহ সুজার সমর্থকরাও বিক্ষোভ মিছিল করে। এসব মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।   

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
আরআইএস/আরআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-07-21 12:06:33