bangla news

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ ছাত্রলীগ ও তিন ইউনিয়নের কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৭-২১ ৭:৩১:৩৩ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি ও তিন ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ।

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি ও তিন ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা ছাত্রলীগ শাখার এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

বিলুপ্ত তিন ইউনিয়ন ছাত্রলীগ হলো- ১নং নাওগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, ৪নং বালিয়ান ইউনিয়ন ছাত্রলীগ ও ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ।

সংগঠনকে গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে ছাত্রলীগ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এমএএএম/আরআইএস/আইএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-07-21 07:31:33