ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে বাগেরহাটের ৩ থানায় ৬ জিডি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাগেরহাট: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে বাগেরহাটের তিন থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যদের হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় মংলা থানায় চারটিসহ শরণখোলা ও রামপাল থানায় একটি করে জিডি করা হয়।

মঙ্গলবার থেকে এসব জিডির তদন্ত শুরু করেছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ডা. তাহেরের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা জিডিগুলো করে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।