bangla news

রংপুরে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৭-১৬ ৮:৪৩:৪৮ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রংপুর: রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ জুলাই) বিকেলে হিলি স্থলবন্দরের কাস্টমস অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভা কক্ষে দিনাজপুরের বাংলাহিলির এই সাবেক ছাত্রলীগ নেতাকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছোটন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় আমিনুর রহমান বলেন, আমি রংপুরের মানুষ হলেও জীবনের অনেক সময় কেটেছে হাকিমপুরে। আমাকে যে সম্মান দেওয়া হলো তা কোন দিনও ভুলবো না।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জিসিপি/আরআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-07-16 08:43:48