ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মওদুদ, মোয়াজ্জেম ও ব্যারিস্টার রফিকুলের জামিন আবেদন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

ঢাকা: বিএনপি নেতা মওদুদ আহমদ, শাহ মোয়াজ্জেম ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন আবেদন ১৯ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।



গত ২৫ জুলাই পল্টনের মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে যশোরে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলার আগাম জামিন নিতে এই তিন নেতা হাইকোর্টে গেলে হাইকোর্ট তাদের জামিন আগামী ১৯ আগস্ট পর্যন্ত মুলতবি করে।

আদালত এই আদেশে বলেন, এই হত্যা প্রচেষ্টা মামলা নিম্ন আদালত আমলে নেবে কি-না এ বিষয়ে নিম্ন আদালত আগামী ১৯ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেছে। ওই শুনানির পরে রায়ের ওপর ভিত্তি করে একই দিন বিকেলে হাইকোর্ট এ মামলার দিন ধার্য করেছে।

বিএনপির তিন নেতার পক্ষে শুনানিতে অংশ নেন- খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ ও রাজীব রউফ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad