ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুর্নীতি মামলায় রাবেয়া সিরাজ কারাগারে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

ঢাকা: আয়কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জেসমিন আনোয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



উল্লেখ্য, আয়কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় রাবেয়া সিরাজের মোট ৪৩ বছরের সাজা হয়েছে।

এর মধ্যে আয়কর ফাঁকির পাঁচ মামলায় ২ লাখ ৯০ হাজার ৪৭৮ টাকার উপর আয়কর ফাঁকির অভিযোগে ২০০৭ সালের ২৭ আগস্ট ৪০ বছর সাজা হয় তার।

এছাড়া সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় ২০০৮ সালের ২২ এপ্রিল তার ৩ বছরের সাজা হয়।

রাবেয়া সিরাজের আইনজীবী জাকারিয়া হায়দার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, তার মক্কেলকে দেওয়া সাজার  বিরুদ্ধে হাইকোর্টে আপীল করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।