ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার ‘নকল জন্মদিন’ নিয়ে চাঁদাবাজি চলছে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
খালেদা জিয়ার ‘নকল জন্মদিন’ নিয়ে চাঁদাবাজি চলছে: ওবায়দুল কাদের

ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি নেতা খালেদা জিয়ার ‘নকল জন্মদিন’ পালনকে কেন্দ্র করে নিরব চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বুধবার সকালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ অভিযোগ তোলেন।



এর আগে ‘১৫ আগস্টকে কেন্দ্র করে চাঁদাবাজি চলছে’- খালেদা জিয়ার করা এমন মন্তব্যে পাল্টা এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।  

তবে খালেদা জিয়ার এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নকল ও নব্য আওয়ামী লীগাররা চাঁদাবাজি করছে। মৌসুমি পাখি হয়ে নতুন নতুন দোকান খুলে কেউ কেউ এ কাজ করছে। আমরা আগেই তাদের সতর্ক করে দিয়েছি। ’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আপনার নকল জন্মদিন পালনের জন্য সারাদেশে চলা নিরব চাঁদাবাজির ব্যাপারে আপনাদের জবাব কি?’

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির জনক, জাতির স্থপতির নির্মম রক্তাক্ত বিদায়ের দিনে আপনি কিভাবে জন্মদিন পালন করেন? আসলে আপনার জন্মদিন কোনটি, সত্যি করে বলবেন কী? আর আপনার জন্মদিন যদি এটাই হয় তবুও জাতির পিতার রক্তাক্ত বিদায়ের দিনে পালন করে কেন রসিকতা করছেন? আপনার কি কষ্ট হয় না? আপনি ১৪ আগস্ট বা ১৬ আগস্ট পালন করেন না কেন? যেদিন সারা জাতি শোকে আচ্ছন্ন থাকে সেদিন আপনি আনন্দ করেন কীভাবে। ’

বিদ্যুৎ সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিপাড়া, এমপিপাড়া এবং সংসদভবনেও লোডশেডিং হওয়া উচিত। আমরা তো এর যন্ত্রণা বুঝি না। আমাদের যারা মন্ত্রী-এমপি বানিয়েছেন তারাই শুধু কষ্ট করবেনÑ এটা হয় না। প্রয়োজনে মন্ত্রী ও এমপিদের পাড়ায়ও লোডশেডিং করা যেতে পারে। ’

ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় হুট করে বিদ্যুৎ চলে যাওয়াকে এক ধরনের স্যাবোটাজ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে বিদ্যুৎ নিয়ন্ত্রকদের সতর্ক থাকতে হবে। ’

বিরোধীদলের আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত জুজুর ভয় দেখিয়ে আন্দোলন ও নির্বাচনের হালে আর পানি পাওয়া যাবে না। এটা পুরনো হয়ে গেছে। এ ইস্যুকে আন্দোলন ও নির্বাচন কোনোটিতেই সফল হওয়া যাবে না। ’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।