ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

সংবিধান বিশেষজ্ঞ দলীয় নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, আগস্ট ১০, ২০১০

ঢাকা: পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত আদালতের রায় ও ’৭২ এর সংবিধানে ফিরে  যাওয়ার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত তার গুলশান কার্যালয়ে  খালেদা জিয়া এ বৈঠক করেন।



খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

স্থায়ী কমিটির এক সদস্য বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সরকার ’৭২ না ’৪৭ এর সংবিধানে ফিরে যাবে তা  এখনো পরিস্কার নয়। এ বিষয়ে আলোচনার জন্যই এ বৈঠক। ’

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।