ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

‘নাকে খৎ’: প্রতিবাদে বিএনপি সাংসদদের মানববন্ধন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, আগস্ট ১০, ২০১০
‘নাকে খৎ’: প্রতিবাদে বিএনপি সাংসদদের মানববন্ধন শুরু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন বিএনপির সাংসদরা।

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে দলীয় সাংসদরা কর্মসুচিতে যোগ দিতে শুরু করেছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ, জাফরুল হাসান চৌধুরী, আমজাদ হোসেন, মেজবাহ উদ্দিন ফরহাদ, আবুল খায়ের ভূঁইয়াসহ প্রায় ২০ জন সাংসদ এরই মধ্যে মানববন্ধনে যোগ দিয়েছেন।  

উল্লেখ্য, গত ১ আগস্ট জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়ার উচিত নাকে খৎ দেওয়া। ’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে এরই মধ্যে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশসহ বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার সাংসদদের মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।