ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জামায়াতের মহানগর অফিসে পুলিশের অভিযান, আটক ২৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, আগস্ট ১১, ২০১০
জামায়াতের মহানগর অফিসে পুলিশের অভিযান, আটক ২৫

ঢাকা: পল্টনে জামায়াতে ইসলামীর মহানগর অফিস এলাকায় বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে । দলের নেতা-কর্মীরা মহানগর কার্যালয়ে জড়ো হচ্ছেন, এমন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।



বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে তিনি জানান, পুলিশ জামায়াতের মহানগর কার্যালয়টি ঘেরাও করে সকালে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এদিকে অপর একটি সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছে, আদালতের সমন জারি হওয়া জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের মহানগর কার্যালয়ে অবস্থান করছেন এমন গোপন খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

তবে দুপুরে ঘেরাও প্রত্যাহার করে জামায়াতের এ কার্যালয়কে কড়া নজরদারিতে নেওয়া হয় বলে জানায় পল্টন থানা পুলিশ।

এর আগেও পুলিশ আবদুল্লাহ তাহেরকে ধরতে তার বাড়িতে ও জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায়।

বাংলাদেশ সময় ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।