ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়া কি বিদেশি শক্তিকে খুশি করে ক্ষমতায় এসেছিলেন: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
খালেদা জিয়া কি বিদেশি শক্তিকে খুশি করে ক্ষমতায় এসেছিলেন: ওবায়দুল কাদের

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, খালেদা জিয়া কি বিদেশি শক্তিকে খুশি করেই দু’বার ক্ষমতায় এসেছিলেন?

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলে ঢাকা মহানগর যুবলীগ দণি আয়োজিত আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি।

বিদেশি শক্তিকে খুশি করে সরকার মতায় থাকতে চায়-বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের উল্টো প্রশ্ন করেন, ‘বিদেশি শক্তিকে খুশি করেই কি আপনি দু’বার মতায় এসেছিলেন?’

তিনি বলেন, ‘যে জনগণ আমাদের মতায় বসিয়েছে তাদের খুশি করেই মতায় থাকবেন শেখ হাসিনা।



সম্প্রতি ভারতের সঙ্গে ঋণ সহায়তা চুক্তি নিয়ে খালেদা জিয়ার করা সমালোচনার জবাবে কাদের আরও বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তা জনগণের স্বার্থে করা হয়েছে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কিছুই করা হয়নি। ’

তবে দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের কথা স্বীকার করে নেন এ আওয়ামী লীগ নেতা।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘সামনে রমজান মাস। বিষয়টি মাথায় রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ যাতে না যায়, সে ব্যবস্থা করতে হবে। মুসল্লিরা যেন কষ্ট না পায়। ’

তবে সরকারকে বেকায়দায় ফেলতে কিছু কর্মকর্তা কৃত্রিমভাবে এ সঙ্কট তৈরি করেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় ১৫ আগস্ট উপলক্ষে দলের মৌসুমী কর্মীদের চাদাবাজির কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের।
 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয়ের ছবি ও ছবি সম্বলিত প্যাড ব্যবহার করে চাঁদাবাজি চলছে। বিভিন্ন দিবস উপলে এসব মৌসুমী পাখিরা চাঁদাবাজি করছে। এটা হতে দেওয়া যাবে না। ’

এসব চাঁদাবাজি বন্ধ করতে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সহযোগী সংগঠন ও অনুমোদিত সংগঠন ছাড়া কাউকে ছবি ব্যবহার করতে দেওয়া যাবে না। ’

সেইসঙ্গে দ্রব্যমূল্যসহ বিভিন্ন ইস্যুতে সরকারের মন্ত্রীদের কম কথা বলে নীরবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

যুবলীগ দেিণর সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯, আগস্ট ১০, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।