ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রমনা থানার মামলায় ৩ দিনের রিমান্ডে মীর্জা আব্বাস

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
রমনা থানার মামলায় ৩ দিনের রিমান্ডে মীর্জা আব্বাস

ঢাকা: হরতালের আগের দিন গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মীর্জা আব্বাসকে তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন গত ৭ আগস্ট এ রিমান্ড মঞ্জুর করেছিলেন।


তাকে পুনরায় তিন দিনের রিমান্ডে নেওয়ার বিষয়টি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছেন আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) রতন শেখ।


পল্টন ও মতিঝিল থানার মামলায় ৮ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে রমনা থানার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি) এস জামান তাকে আদালত হতে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।


মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান তদন্ত কর্মকর্তাকে আদালত হতে রিমান্ডে নিতে অনুমতি প্রদান করেন।


উল্লেখ্য, গত ২৭ জুন হরতালের আগের দিন রাত ৯ টায় মগবাজার রেলক্রসিংয়ের উত্তর পাশে তালতলা গলির মুখে একটি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এতে ২ জন অগ্নিদগ্ধ হয়। এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক শাহেদ আল মামুন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। ওই দিন অগ্নিদগ্ধ ফারুক ১ জুলাই ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ২১১০ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad