bangla news

মধুপুরে ছাত্রলীগের মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৬-২৪ ৪:৩৩:১৮ এএম
ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় ব্যর্থ ও অকার্যকর দাবি করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানিয়েছে মধুপুর উপজেলা ছাত্রলীগ।

মধুপুর (টাঙ্গাইল): এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় ব্যর্থ ও অকার্যকর দাবি করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানিয়েছে মধুপুর উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৪ জুন) বেলা ১১টায় এ দাবিতে মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে মধুপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা জানান, গত বছরের ২৪ জুন খান পরিবার তাদের আস্থাভাজন কয়েকজন দিয়ে জেলা ছাত্রলীগের অসম্পূর্ণ কমিটি ঘোষণা করে। কিন্তু এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অকার্যকর ও ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে সারা জেলায় অভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধনে মধুপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতা রিপন ইসলাম, তুষার, রাব্বিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-06-24 04:33:18