ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

‘হাত-পা লাগিয়ে দিতে সহযোগিতা করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
‘হাত-পা লাগিয়ে দিতে সহযোগিতা করা হবে’

ঢাকা: বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে হাত-পা হারানো নেতা-কর্মীদের হাত-পা লাগিয়ে দেওয়ার ব্যাপারে জিয়াউর রহমান ফাউন্ডেশন সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (২০ জুন) রাজধানীর লেডিস ক্লাবে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।



অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া বলেন, শুরু থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থেকে নানা কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।

‘বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা হাত-পা হারিয়েছেন তাদের হাত-পা লাগিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করা হবে। এছাড়া নানামুখী জনকল্যাণ ধর্মী খাতে অগ্রণী ভূমিকা রাখবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ’

জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্রি জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইউছুফ, আব্দুল্লাহ আল মামুন, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এম এ মান্নান, আব্দুল হালিম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সদরুল আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শাহ‍াদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।