ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিডিআর বিদ্রোহ: সরকার দলীয় সাংসদদের বাঁচাতেই পিন্টুকে আটকে রাখা হয়েছে: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
বিডিআর বিদ্রোহ: সরকার দলীয় সাংসদদের বাঁচাতেই পিন্টুকে আটকে রাখা হয়েছে: বিএনপি

ঢাকা: সরকার দলীয় সাংসদদের বাঁচাতেই মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

পিন্টুর মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লালবাগ, কোতয়ালী, বংশাল ও হাজারিবাগ থানা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় দলটির নেতারা এ অভিযোগ করেন।



স্থায়ী কমিটি সদস্য এমকে আনোয়ার বলেন, ‘বিডিআর বিদ্রোহের আগে ও পরে সরকার দলীয় যেসব সাংসদের বাসায় বিদ্রোহী জোয়ানরা বৈঠক করেছিল তাদের বাঁচাতেই মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে আটকে রাখা হয়েছে। ’

তার বক্তব্যের সূত্র ধরে সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিডিআর বিদ্রোহের নেপথ্যে সরকার দলীয় কিছু নেতার সম্পৃক্ততার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। সরকার তাদের আড়াল করতে পিন্টুকে গ্রেপ্তার করেছে। কারণ, এক পিন্টুই সরকারকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। ’

এছাড়া বিদ্রোহের দিন আওয়ামী লীগ দলীয় স্লোগান দিয়ে বিদ্রোহীদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন এমকে আনোয়ার।

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় শক্তিশালী সেনাবাহিনী গঠন করে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই বিডিআর বিদ্রোহে বিএনপি নয়, আওয়ামী লীগই জড়িত। ’

লালবাগ থানা বিএনপি আহ্বায়ক হাজী আজিজুল্লাহ’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টি সভাপতি শফিউল আলম প্রধান, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দল সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

বক্তারা বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানানোর পাশাপাশি জনগণকে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।