ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ময়মনসিংহে ১৪ দলের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ময়মনসিংহে ১৪ দলের সভা

ময়মনসিংহ: সারাদেশে গুপ্তহত্যাকারী ও জঙ্গিবাদীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে সভা করেছে জেলা ১৪ দল। সভায় কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত সারা দেশের মতো ময়মনসিংহেও আগামী রোববার (১৯ জুন) মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

 

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা জাসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, আওয়ামীলীগ নেতা এহতেশামুল আলম, অ্যাডভোকেট বদরউদ্দিন আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, হোসাইন জাহাঙ্গীর বাবু, ইউসুফ খান পাঠান, জাসদ নেতা রতন সরকার, শেখ মিজানুর তাপস, নূর হোসেন, পারভেজ শাহনেওয়াজ লিটন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

সভায় আগামী রোববার (১৬ জুন) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলা ১৪ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচি সর্বাত্মক সফল করার লক্ষ্যে জোটভুক্ত সকল দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।