bangla news

নোয়াখালীতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ আটক ৬০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৬-১৩ ৫:২৭:৫৬ এএম

সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে নোয়াখালীতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৬০ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালী: সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে নোয়াখালীতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৬০ জনকে আটক করা হয়েছে।

রোববার (১২ জুন) রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলার নয়টি উপজেলার বিভিন্ন থানা পুলিশ জামায়াত-শিবিরের ১৫ জনসহ বিভিন্ন মামলায় ৪৫ জনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-06-13 05:27:56