ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মীর নাছিরের সাজা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

ঢাকা: বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার ১৩ বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্জ এ আদেশ দেন।


 
২৭ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৫০৬ টাকা অবৈধভাবে অর্জন এবং ২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মীর নাছিরের বিরুদ্ধে গুলশান থানায় ২০০৭ সালের ৬ মার্চ মামলা দায়ের করে। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলের বিশেষ আদালত ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছরের সাজা প্রদান করে।  

বিশেষ আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাছির একই বছরের ১৩ নভেম্বর আপিল করেন। মঙ্গলবার আপিলের শুনানি শেষে হাইকোর্ট তার সাজা বাতিলের রায় দেন।
 
মীর নাছিরের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আহসানুল করিম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।