ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

জনগণ বাজেট প্রত্যাখ্যান করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ৩, ২০১৬
জনগণ বাজেট প্রত্যাখ্যান করেছে ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আড়াল করে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা দেশের জনগণ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল, কিন্তু তিনি তা না করে আকাশচুম্বী বাজেট পেশ করেছেন।
এই বাজেট গ্রহণযোগ্য নয়- জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি ও তার পরিবার এ সরকারের দাস। তাদের মুখে এমন কথা মানায় না।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম সাইফ আলী খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এফবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।