bangla news

বুধবারও খাবার বিতরণ করলেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৬-০১ ৪:৩১:৩৯ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির প্রতিষ্ঠাতা ও  প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবারও (০১ জুন) দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও  প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবারও (০১ জুন) দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন খাবার বিতরণ করেন তিনি।

ত‍ৃতীয় দিনে অর্থাৎ বুধবার দুপুরে মহাখালী ব্রাক ইন সেন্টারের সামনে শেষ দিনের কর্মসূচির  উদ্বোধন করেন বিএনপি প্রধান।

পরে পর্যায়ক্রমে রাজধানীর ১৬টি স্থানে খাবার বিতরণ করা হয়।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

গত তিনদিনে খালেদা জিয়া রাজধানীর মোট ৬৩ স্থানে খাবার বিতরণ করেছেন বলে  জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান।

এর আগে গত ৩০ মে, সোমবার শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে খাবার বিতরণ কর্মস‍ূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবারও চলে এ কর্মসূচি।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা,  জুন ০২, মে ২০১৬
এমসি/এমএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-06-01 16:31:39