bangla news

বরিশালে জিয়ার মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-২৯ ১১:০৯:৪৩ এএম
ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)।

বরিশাল: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)।

রোববার (২৯ মে) বিকেল ৫টায় বরিশাল নগরীর জেলা ও মহানগর কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার হলে এ সভার আয়োজন করা হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) এর সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাপভোকেট মজিবুর রহমান সরোয়ার।

কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবুর সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি বরিশাল জেলা (উত্তর) এর সভাপতি অ্যাড. আবুল কালাম শাহীন, সাবেক সংসদ সদস্য  মো. আবুল হোসেন, দক্ষিণ বিএনপির সহ সভাপতি এস সারফুদ্দিন আহম্মেদ সান্টু, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, অ্যাড. মজিবুর রহমান নান্টু, মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-05-29 11:09:43