bangla news

বায়তুল মোকাররমে জড়ো হচ্ছে চরমোনাই কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-২৭ ১২:৩৭:০৪ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিক্ষানী‌তি বাতিলের দা‌বিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) ডাকা মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সকাল থে‌কেই বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা।

ঢাকা: শিক্ষানী‌তি বাতিলের দা‌বিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) ডাকা মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সকাল থে‌কেই বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৭টা দিকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীদের বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে দেখে গেছে। নোয়াখালী, ব‌রিশাল, চট্টগ্রাম, চাঁদপুর, পি‌রোজপুরসহ বি‌ভিন্ন জেলার নেতা কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।

চট্টগ্রামের হাটহাজারী ‌থেকে আসা হাফেজ সুমন বাংলানিউজকে বলেন, আমরা ১২টি বাস রিজার্ভ করে প্রায় সাড়ে ৭’শ জন এসে‌ছি।

‌উ‌ল্লেখ্য,শুক্রবার জুমার নামাজের পর শিক্ষানী‌তি বাতিলের দা‌বিতে সমাবেশ করবে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

বাংলা‌দেশ সময়: ১০২২ ঘণ্টা,মে ২৭, ২০১৬
এমআইকে/ওএইচ/আরআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-05-27 00:37:04