bangla news

মশাল বরাদ্দের সিদ্ধান্ত পর্যালোচনার আবেদন শরীফ-বাদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-১৫ ৮:২২:৫৯ এএম

তথ্যমন্ত্রী হাসানুল হক ই‍নুর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) নির্বাচনী প্রতীক ‘মশাল’ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছে শরীফ নূরুল আম্বিয়া ও মঈন উদ্দীন খান বাদলের জাসদ।

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ই‍নুর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) নির্বাচনী প্রতীক ‘মশাল’ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছে শরীফ নূরুল আম্বিয়া ও মঈন উদ্দীন খান বাদলের জাসদ।

রোববার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সংস্থার অন্যান্য সদস্য বরাবর দলের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ আবেদনপত্র পাঠান।

এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সংগঠনকে ‘মশাল’ ব্যবহার করতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত আগামী ২৫ মে’র মধ্যে পর্যালোচনার আবেদন জানানো হয়।

একইসঙ্গে পর্যালোচনার সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ইসির আগের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয় পত্রে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-05-15 08:22:59