ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চারদলীয় জোট সম্প্রাসারণের ইঙ্গিত ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
চারদলীয় জোট সম্প্রাসারণের ইঙ্গিত ফখরুলের

ঢাকা: সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে বিএনপি নেতৃত্বাধীন চার জোট সম্প্রসারণের ইঙ্গিত দিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপির গণঅনশন কর্মসূচির জন্য নির্ধারিত স্থান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স চত্বর পরিদর্শনকালে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন।



সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে বিএনপির আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছি। তবে এই মহূর্তে সুনির্দিষ্ট করে কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারব না। ’

গণঅনশনের মাধ্যমে বিএনপির চলমান আন্দোলন আরও বেগবান হবে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি গণঅনশনের মাধ্যমে বিএনপির চলমান আন্দোলন আরও বেগবান হবে। এর সঙ্গে সম্পৃক্ত হবে সাধারণ জনগণ। এ আন্দোলনের মাধ্যমে শুভ বুদ্ধির উদয় হবে সরকারের। ’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণঅনশনে সরকার বাধা দেবে না এমনটি আমরা বিশ্বাস করি না। তবে আশা করব, সরকার যেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়। ’

আন্দোলন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন তো চলছেই। তারপরও পরিবেশ  পরিস্থিতি ও আবহাওয়া বিবেচনায় রেখেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, য্গ্মু মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজানাহন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কীবর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, ৪৮ ঘণ্টার হরতালে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামমলাসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নে প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এ গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলানয়তনে এ গণঅনশন অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।