ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ছাত্রলীগের সভাপতি সোহাগ, সম্পাদক নাজমুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
ছাত্রলীগের সভাপতি সোহাগ, সম্পাদক নাজমুল

ঢাকা: ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম।

সোমবার রাত দেড়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশনার আওলাদ হোসেন টিপু নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।



সভাপতি পদে বদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারুল ইসলাম মাসুদ পেয়েছেন ৫২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সিদ্দিকী নাজমুল আলম পেয়েছেন ১৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল কবির রাহাত পেয়েছেন ৫৪৬ ভোট।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে মোট ৭ প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাগেরহাটের ছেলে সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ২০০০-২০০১ শিক্ষাবর্ষে। তিনি স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। আর ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নাজমুল বর্তমানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তার বাড়ি জামালপুর জেলায়।

ঢাবি কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি রাত দেড়টার দিকে ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান মোল্লাকে সভাপতি এবং ওমর শরীফকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।